Saturday, September 27, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollবৃষ্টির জেরে এবারের পুজোতে আনন্দে ভাটা পড়বে! কী ছবি একতা সর্বজনীন দুর্গাপূজা...
Durga Puja 2025

বৃষ্টির জেরে এবারের পুজোতে আনন্দে ভাটা পড়বে! কী ছবি একতা সর্বজনীন দুর্গাপূজা কমিটির ?

প্যান্ডেলের সামনে জল জমে যাওয়ায় বাড়ছে দর্শনার্থীদের ভোগান্তি

বাঁকুড়া: দুর্গাপুজোর (Durga Puja) ঠিক আগে থেকে প্রতিদিনই ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই বৃষ্টি মন খারাপ করে দিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের। প্যান্ডেলের সামনে জল জমে যাওয়ায় দর্শনার্থীদের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি পূজো পরিচালনার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে উদ্যোক্তাদের।

শুক্রবার কলকাতা টিভির ক্যামেরা পৌঁছে গিয়েছিল বাঁকুড়ার (Bankura) নন্দিনী একতা সর্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোতে। দেখা গেল, চারিদিক ভেসে যাচ্ছে বৃষ্টির জলে। জলজমাট প্যান্ডেলে কেউ হাঁটু জলে হেঁটে ঠাকুর দেখছেন, আবার ছোটরা সেই জলেই খেলায় মেতে উঠেছে। তবে সাধারণ মানুষের ভোগান্তির ছবিটাই স্পষ্ট হয়ে উঠেছে সেখানে।

আরও পড়ুন: অচল পয়সা দিয়ে দুর্গা প্রতিমা বাগনানের এই পুজোয়

পুজোর দিনগুলোয় সবাই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। আট থেকে অশি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু বৃষ্টির জন্য এবছর সেই আনন্দে ভাটা পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা থেকে উদ্যোক্তারা। দর্শনার্থীদের প্রশ্ন,“এই অবস্থায় কিভাবে পূজোর আনন্দ উপভোগ করা সম্ভব?”

দেখুন আরও খবর: 

Read More

Latest News